Song : Ya Gafur Singer : Husain Adnan Lyric & Tune : Jubair Sifat Director : Abu Taher Sound Design : Shafin Ahmad Record Label : Tarana Records GFX : Abu Taher
উনুনে পুড়েছি পাপের ভারে চাইছি ক্ষমা প্রভু তব্দারে,
উনুনে পুড়েছি পাপের ভারে চাইছি ক্ষমা প্রভু তব্দারে।
বলোনা প্রভু তুমি কত দূরে,
ডাকছি তোমায় এই সুরে।
হৃদয়ও পেতে চায়, এই যে অনুনোয়,
হৃদয়ও পেতে চায়, এই যে অনুনোয়,
দিও আমায় ক্ষমার নুর।
ইয়া গফুর, ইয়া গফুর,
ইয়া গফুর, ইয়া গফুর।
রাশি রাশি পাপ জমা হয় আমার ডাইরিতে,
জানিনা আমি হবে কি আমার কিয়ামতে।
নাজাত দিও, আমার খালিক, সঠিক পথে,
চালাও মালিক, দিও আবার, ঈমানই সেই ভোর।
ইয়া গফুর, ইয়া গফুর,
ইয়া গফুর, ইয়া গফুর।
আমি তো জানি তুমি যে মাফি রহমভরো,
তোমার কাছে করলে তওবা ক্ষমা করো।
কঠিন দিনেও, বাঁচিয়ো মালিক, জান্নাত দিও,
আমার খালিক, দাও খুলে দাও, সুখেরি সেই দোর।
ইয়া গফুর, ইয়া গফুর,
ইয়া গফুর, ইয়া গফুর।(২)
Youtube Song
0 Comments