Ekdin hobe lash । একদিন হবে লাশ lyrics

 





Song : Ekdin Hobe Lash Lyric, Tune & Singer : Tawhid Jamil Music Director : Tanjim Reza Record Label : Holy Tune Studio Cast : Rasel Mia Edit & Colour : Halim Ahmed Atish Video Director : Jalal Ahmed Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman




Ekdin hobe lash । একদিন হবে লাশ lyrics


একদিন আমার নাম হবে লাশ । (৪)

 সাদা কাফন পড়বে দেহ,

রবেনা আর আপন কেহ ।(২)

বন্ধ হবে রে নিঃশ্বাস ।

একদিন আমার নাম হবে লাশ । (২)

মসজিদে এলান হবে,

একে একে জানবে সবে,


সকলে আসবে আমার বাড়ি।

শেষ দেখা দেখবে সজন,


দেখে আমায় ভিজবে নয়ন ,

শেষ হবে মিছে জমিদারি ।


 

বড়ই পাতা গরম পানি,

আনবে কেউ আতরদানি । (২)

কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ ।

 একদিন আমার নাম হবে লাশ । (৪)


 গোসল করিয়ে আমায়,

খাটিয়াতে রাখবে সওয়ায়,

পরিয়ে দিবে সাদা কাফন ।

জানাজা টা পড়া হলে,


পালকি টা কাঁধে তুলে,

নিয়ে আমায় করবে কোথাও দাফোন।

 অন্ধকার ওই একলা ঘরে, দেহ আমার থাকবে পরে । (২)

মাটি ঘেরা থাকবে চতুরপাশ।

 একদিন আমার নাম হবে লাশ । (৪)



Youtttube song 







Post a Comment

0 Comments