new love sms bangla sms

 


                      ভালোবেসে অনেকেই ভালোবাসা পায় না,

ভালোবাসি বললেই ভালোবাসা যায় না,

ভালোবেসে ভালোবাসা কয় জনে পায় ?

তবুও তো সকলেই ভালোবাসা চায় 


 

 

 

তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ

পলক চোখের যাক থেমে, দেখে ওই মুখ

ভাসলো মেঘে পরাণ আমার, উদাসী মন

কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।

 

 

 

 

 তোমারি অপেক্ষায় থাকবো আমি কোন দূর অজানায়নিয়তির এই খেলাতে কেউতো কারো নয়বুজি না আজ ভাবনা গুলো আজ কেন এলোমেলো হয়তবু যেন সবকিছু এগিয়ে যাওয়া আগের মতোইকোন সত্য মিথ্যে নাই সবিতো যেন বাস্তবতায় মনে হয়

** 

 

 

ত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও, তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে ! এটাই হয়তো পৃথীবির নিয়ম..!!

 

 

আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,, যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা.. শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,, যেখানে জমা আছে অনেক ব্যাথা..!

 

 

 

যদি কর সুখের আশা করিও নাভালবাসা’| ভালবাসা অতিকষ্ট, এতে হয় জিবননষ্ট,ভালবাসার শেষফলবুকে বেথ্যা চোখেজল.হায়রে ভালবাসা

 

 আলু পটল তরকারি মেয়েদের মন সরকারি।পেয়াজ রোশন আধা মেয়েরা সবাই গাধা।হারি পাতিল কলস মেয়েরা সব অলস।লাল নীল কালো ছেলেরা সব ভাল।

 

 মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো.স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা

 

 

তুমি আমার অন্ধকারের আলো

মিষ্টি জোড়া কানের দুলে

রোদ মাখানো সকাল জমে

তুমি আমায় বাসো ভালো

 

 
                      ভালোবেসে অনেকেই ভালোবাসা পায় না,

ভালোবাসি বললেই ভালোবাসা যায় না,

ভালোবেসে ভালোবাসা কয় জনে পায় ?

তবুও তো সকলেই ভালোবাসা চায় 

 

 

 

তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ

পলক চোখের যাক থেমে, দেখে ওই মুখ

ভাসলো মেঘে পরাণ আমার, উদাসী মন

কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।

 

 

 

 

 তোমারি অপেক্ষায় থাকবো আমি কোন দূর অজানায়নিয়তির এই খেলাতে কেউতো কারো নয়বুজি না আজ ভাবনা গুলো আজ কেন এলোমেলো হয়তবু যেন সবকিছু এগিয়ে যাওয়া আগের মতোইকোন সত্য মিথ্যে নাই সবিতো যেন বাস্তবতায় মনে হয়

** 

 

 

ত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও, তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে ! এটাই হয়তো পৃথীবির নিয়ম..!!

 

 

আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,, যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা.. শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,, যেখানে জমা আছে অনেক ব্যাথা..!

 

 

 

যদি কর সুখের আশা করিও নাভালবাসা’| ভালবাসা অতিকষ্ট, এতে হয় জিবননষ্ট,ভালবাসার শেষফলবুকে বেথ্যা চোখেজল.হায়রে ভালবাসা

 

 আলু পটল তরকারি মেয়েদের মন সরকারি।পেয়াজ রোশন আধা মেয়েরা সবাই গাধা।হারি পাতিল কলস মেয়েরা সব অলস।লাল নীল কালো ছেলেরা সব ভাল।

 

 মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো.স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা

 

 

তুমি আমার অন্ধকারের আলো

মিষ্টি জোড়া কানের দুলে

রোদ মাখানো সকাল জমে

তুমি আমায় বাসো ভালো

 

 

 

কালকে যখন , আগলে রাখার মানুষ পাবে পাশে ,

আমায় তুমি ভুলিয়ে দিয়ো তাকে ভালোবেসে

 

 

আদুরে নাকি সব মেয়ে হয় 

হঠাৎ আসা জ্বরে ...

 

ঘুমিয়ে আমি পরলে তবেই

ফোন কেট তারপরে

 

 

ভালোবাসি তোমায় আমি বুঝাবো কি করে,

শুধু জানি তোমায় ছাড়া যাবো আমি মরে.

গাছের পরান মাটি আর আমার পরান তুমি,

তোমার জন্য পৃথিবীতে জন্ম নিলাম আমি.

এলো মেলো হয় হোক না তবু আমার জীবন,

তোমার ওই চোখের অশ্রুতে করেছি আমি আত্মসমর্পণ.

শুধু তুমি আমায় ভালোবাসো, অল্প কিছুটা ক্ষন .

 

 

 

আজকেরই এই দিনে

সবকিছু হউক নতুন করে,

সুখের স্মৃতিটুক থাক কাছে

দু:খগুলো যাক দুরে।

 

 

আজকেরই এই দিনে

সবকিছু হউক নতুন করে,

সুখের স্মৃতিটুক থাক কাছে

দু:খগুলো যাক দুরে।

 

 

তুমি আকাশের ওই নীল 

 

আমি মেঘে মেঘে স্বপ্নিল

তুমি হাওয়া হয়ে আসো

শুধু আমাকে ভালোবাসো

তুমি মনের আল্পনা তুমি

সেই প্রিয় কল্পনা তুমি

ছুয়ে দিলে এই মন

আমি উড়ব আজীবন

 

জীবন হল বাঁচার জন্য

মন হল দেবার জন্য

ভালোবাসা হল সারা জীবন পাশে থাকার জন্য

আর বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করার জন্য

 

আমি তোমার বন্ধু ছিলাম আজও তোমার আছি

ভেবো না অনেক বন্ধু পেয়ে তোমায় ভুলে গেছি

কিছু কিছু বন্ধু এমন তো হয়

হাজার বন্ধু আসলে সে ভুলার মত নয়

 

আকাশে বাতাসে উড়ে শিউলি ফুলের গন্ধ

ভালোবাসায় পাপ নেই তবু লোকে কোনো বলে মন্দ

লোকের কথা শোনা না কান রাখো বন্ধ

তোমার আমার ভালোবাসায় রয়েছে কতো ছন্দ

 

যদি কখনো ভুলে যাও আমাকে

মনে রাখবো তোমার কথা, ভুলবোনা তোমাকে

যদি চলে যাও অনেক দূরে

খুঁজে নিবো তোমাকে পৃথিবী ঘুরে

 

                                                               তোমায় ছাড়া মন আজ হয়েছে পাগল পাড়া 

                                                               তুমি আমার চাঁদের আলো আকাশের নীল পাখি

মন চায় আজ বসে বসে তোমার ছবি আকি

 

 

 

কালকে যখন , আগলে রাখার মানুষ পাবে পাশে ,

আমায় তুমি ভুলিয়ে দিয়ো তাকে ভালোবেসে

 

 

আদুরে নাকি সব মেয়ে হয় 

হঠাৎ আসা জ্বরে ...

 

ঘুমিয়ে আমি পরলে তবেই

ফোন কেট তারপরে

 

 

ভালোবাসি তোমায় আমি বুঝাবো কি করে,

শুধু জানি তোমায় ছাড়া যাবো আমি মরে.

গাছের পরান মাটি আর আমার পরান তুমি,

তোমার জন্য পৃথিবীতে জন্ম নিলাম আমি.

এলো মেলো হয় হোক না তবু আমার জীবন,

তোমার ওই চোখের অশ্রুতে করেছি আমি আত্মসমর্পণ.

শুধু তুমি আমায় ভালোবাসো, অল্প কিছুটা ক্ষন .

 

 

 

আজকেরই এই দিনে

সবকিছু হউক নতুন করে,

সুখের স্মৃতিটুক থাক কাছে

দু:খগুলো যাক দুরে।

 

 

আজকেরই এই দিনে

সবকিছু হউক নতুন করে,

সুখের স্মৃতিটুক থাক কাছে

দু:খগুলো যাক দুরে।

 

 

তুমি আকাশের ওই নীল 

 

আমি মেঘে মেঘে স্বপ্নিল

তুমি হাওয়া হয়ে আসো

শুধু আমাকে ভালোবাসো

তুমি মনের আল্পনা তুমি

সেই প্রিয় কল্পনা তুমি

ছুয়ে দিলে এই মন

আমি উড়ব আজীবন

 

জীবন হল বাঁচার জন্য

মন হল দেবার জন্য

ভালোবাসা হল সারা জীবন পাশে থাকার জন্য

আর বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করার জন্য

 

আমি তোমার বন্ধু ছিলাম আজও তোমার আছি

ভেবো না অনেক বন্ধু পেয়ে তোমায় ভুলে গেছি

কিছু কিছু বন্ধু এমন তো হয়

হাজার বন্ধু আসলে সে ভুলার মত নয়

 

আকাশে বাতাসে উড়ে শিউলি ফুলের গন্ধ

ভালোবাসায় পাপ নেই তবু লোকে কোনো বলে মন্দ

লোকের কথা শোনা না কান রাখো বন্ধ

তোমার আমার ভালোবাসায় রয়েছে কতো ছন্দ

 

যদি কখনো ভুলে যাও আমাকে

মনে রাখবো তোমার কথা, ভুলবোনা তোমাকে

যদি চলে যাও অনেক দূরে

খুঁজে নিবো তোমাকে পৃথিবী ঘুরে

Post a Comment

0 Comments